দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহর থেকে ৫কিমি: দক্ষিণ হয়ে ৫কি:মি: পশ্চিমে ঝাড়ুয়ার ডাঙ্গায় অত্র ৫নং চন্ডিপুর ইউনিয়নের কমপ্লেক অবস্থিত। পার্বতীপুর শহর হতে অত্র ইউপিতে ভ্যান/রিক্স/অটোরিক্সায় করে যাতায়াতের ভাড়া ২০ টাকা। অত্র ইউপিতে নয়টি ওয়ার্ডে ৮টি গ্রাম রয়েছে। অত্র ইউপিতে বর্তমান জনসংখ্যা ৩৩,০০০(তেত্রিশ হাজার) প্রায়। যার মধ্যে পুরুষ সংখ্যা ১৮০০০(আঠার হাজার) ও মহিলা ১৫০০০ (পনের হাজার) প্রায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস